নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষ থেকে আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৬২কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ও বিজিবির যৌথ আভিযানিক দল।
সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ যশোরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও অন্যান্য মাদকের বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৭.২০ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বাহাদুরপুর গ্রামের (সীমান্তবর্তী এলাকা) জনৈক মোঃ সাগর হোসেন (২৪) এর বসতবাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান সরবরাহের জন্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-৬, যশোর ক্যাম্প ও ৪৯ বিজিবির যৌথ আভিযানিক দল উক্ত বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ২৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ সকালে মাদক ব্যবসায়ী আসামী (i) মোঃ সাগর হোসেন (২৪), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- মোছাঃ সাথী খাতুন, সাং- বাহাদুরপুর (পূর্ব পাড়া), থানা- বেনাপোল পোর্ট, (ii) মোঃ ইমরান হোসেন (২৭), পিতা- মোঃ আব্দুল মোমিন, মাতা- মোছাঃ সোনাভান, সাং- দূর্গাপুর (উত্তরপাড়া), থানা- শার্শা, (iii) মোঃ জসিম উদ্দিন (৩৫), পিতা- মোঃ আবু বক্কর, মাতা- মৃত হান্নী বেগম, সাং- ধান্য খোলা, থানা- বেনাপোল পোর্ট, সর্ব জেলা- যশোরদের’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা শয়নকক্ষের মধ্যে চৌকির নিচ হইতে মোট ৬২ (বাষট্টি) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মুল্য ১২,৪০,০০০/- (বার লক্ষ চল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ বিক্রয় করে আসছিল। তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা যায়।
আটককৃত আসামী মোঃ জসিম উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ০২ টি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]