
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৪, ১২:১২ এ.এম
০১ টি রিভলবার ও ০৭ রাউন্ড গুলি সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার অভয়নগর থেকে ০১ টি রিভলবার ও ০৭ রাউন্ড গুলি সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গত ২৭/১০/২০২৪ তারিখ রাত ২০.৩৫ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ২৭/১০/২০২৪ তারিখ রাত ২১.০৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ জসিম সরদার (৪০), পিতা- মৃত ওয়াজেদ আলী সরদার, মাতা- হালিমা বেগম, সাং-সিরাজকাঠি, ওয়ার্ড নং-৭, নওয়াপাড়া পৌরসভা, থানা অভয়নগর, জেলা- যশোর’কে ০১ (এক) টি বিদেশী রিভলবার ও ০৭ (সাত) রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিল। আসামী মোঃ জসিম সরদার (৪০) ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিজ হেফাজতে অস্ত্র রাখার অপরাধে আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল থানায় ০১ (এক) টি অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত আলামত সমূহ সহ গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।