প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১২:০৫ এ.এম
জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: তৎকালীন বিএনপি সরকারের আমলে ২০২১ সালে দিনাজপুরের খানসামা উপজেলায় জিয়া সেতু উদ্বোধন করা হয়।
কিন্তু ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামীলী সরকার থাকাকালীন এই সেতুর কোন সংস্কার করা হয়নি, তাই বহুদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। কিছু অবৈধ বালুখোর তারা দীর্ঘদিন ধরে অবৈধ ডাম্প ট্রাক দিয়ে ব্যবসা করে যাচ্ছে। অবৈধ ডাম্প ট্রাক রাস্তার ক্ষতি করে, ব্রীজের ক্ষতি করে। যেহেতু স্বৈরাচারী সরকার পতন হয়েছে, বিএনপির আমলে তৈরি হওয়া সেতু এটি সংস্কার না হওয়া পর্যন্ত কোনভাবেই অবৈধ বালুবাহী ১০ (দশ) চাকার ডাম্প ট্রাক চলতে দেওয়া হবে নাহ। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।"
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ডাম্প ট্রাক আটকিয়ে এ বক্তব্য দেন তিনি।
সরজমিনে গিয়ে দেখা যায়, সেতুর পূর্ব পাশে একটি তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার টাঙানো, সেখানে লেখা রয়েছে আগামীর রাষ্ট্র নায়ক, দেশ নায়ক তারেক রহমানের উদ্বোধনকৃত খানসামা জিয়া সেতু ঝুঁকি থেকে রক্ষার্থে অবৈধ বালুবাহী ১০ (দশ) চাকার ড্রামট্রাক চলতে দেওয়া হবে নাহ। কারণ সেতুটি ঝুঁকিপূর্ণ। এছাড়াও বিএনপির নেতাকর্মীরা জিয়া সেতু পার হয়ে চলাচল করা বালুবাহী ১০ চাকার ডাম্প ট্রাক চালকদের নিরুৎসাহিত করছে, যেন ঝুঁকিপূর্ণ এই সেতুতে এসব যান চলাচল না করে।
এ সময় উপস্থিত ছিলেন, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মাহবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল শিমুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, আলোকঝাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লাবলু ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, ছাত্রদল নেতা ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা যায়, ২০০৬ সালের ৩১ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান (চকলেট আপা) এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপজেলার আত্রাই নদীর উপর ৪৯২ মিটার জিয়া সেতুর উদ্বোধন করেন। এটি জেলার সবচেয়ে দীর্ঘতম সেতু।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। খোঁজ-খবর নিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।