
মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
রবিবার (২০ ফেব্রুয়ারি) গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
সম্মেলন উদ্বোধক করেন ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। প্রায় একযুগ পর গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি।
আরো বক্তব্য রাখেন গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ আমানউল্লাহ।
এমপি ছোট মনির বলেন, ছাত্রলীগ হয়ে মুরুব্বিদের সম্মান করতে হবে। গরীব ও অসহায় মানুষদের খোঁজ খবর নিতে হবে। আগে প্রত্যেককে যোগ্য কর্মী হতে হবে। আর যোগ্য কর্মী থেকে নেতা হলেই কেবল সঠিক নেতৃত্ব দেওয়া সম্ভব। তিনি দলকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।