
সৈয়দ মাহবুবুর রহমান ঃঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেস সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মো. তামিম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মামাতো বোন হিরা আক্তার (২০)।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম স্থানীয় আটপাড়া ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত আবুল শেখের ছেলে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, কামারখোলা এলাকায় এক্সপ্রেস সড়কের ঢাকা মুখী লেন হয়ে মোটর সাইকেল যোগে গন্তব্যে যাচ্ছিলো চালক তামিম ও তার মামাতো বোন হিরা।
এ সময় একটি পিকআপ ভ্যানকে ওভারটেককে করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক তামিম ছিটকে পরে সড়কের পাশের বেষ্টনীতে ধাক্কা খায়। এতে মাথায় গুরুত্বর আঘাত পেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনায় আহত হয় মামাতো বোন হিরা। নিহতের মরদেহ ও আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।