
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২২, ৩:৪৬ পি.এম
ঘাটাইলে ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
চাকরির প্রলোভনে ডেকে নিয়ে বাড়িতে আটকে রেখে ধর্ষন। পরে বিক্রি করে দেহ ব্যবসায় বাধ্য করানোর অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভোক্তভোগী নারী ও এলাকাবাসী। বুধবার দুপুর আড়াইটায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বিজয় ৭১ চত্বরে ( কলেজ মোড়) এ মানববন্ধন করা হয়।
ভোক্তভোগী নারী জানান, সম্প্রতি অত্র থানার রসুলপুর ইউনিয়নের বেড়পাড়া গ্রামের নুরুল হকের ছেলে আলী (৪২), চাকরির প্রলোভনে আমাকে সখিপুরের বড়চওনা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে নিয়ে যায়। সেখানে একদিন আটকে রেখে ধর্ষন করে। পরে ময়মনসিংহের মমেনা ওরফে ছুরিয়া নামের এক নারীর কাছে আমাকে বিক্রি করে দেহ ব্যবসায় বাধ্য করানো হয়। এ ঘটনায় ভিকটিমের বড় বোন বাদি হয়ে টাঙ্গাইলের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। (পিং মোং নং-৪৮৮/২০২১ ইং)
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।