
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২২, ৭:৩৪ এ.এম
পীরগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুর্ণগঠন কামরুল হাসান জুয়েল সভাপতি

মোস্তফা মিয়া মিয়ারগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন করা হয়েছে। পুণর্গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের পীরগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান জুয়েল। তিনি ইতিপূর্বে প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এক জরুরী সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ সিন্ধান্ত নেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির ১ নং সদস্য আবদুল্লাহীল বাকী বাবলু। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শাহ মো.সাদা মিয়া। এছাড়াও ২ টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির পীরগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান ও দৈনিক দেশের কন্ঠের মশফিকুর রহমান পল্টন।
গত ২৩ মার্চ পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের মৃত্যুতে সভাপতি পদটি শুন্য হলে প্রেসক্লাবের সাধারন সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন সাধারন সম্পাদক মাযহারুল আলম মিলন (দৈনিক সমকাল), যুগ্ম সাধারন সম্পাদক আনযারুল হক (দৈনিক মানবজমিন), সাহিত্য ও দপ্তর সম্পাদক বখতিয়ার রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ), কার্যকরী সদস্য আবদুল্লাহীল বাকী বাবলু (দৈনিক যুগের আলো) ও হাসান আলী প্রধান (দৈনিক বাংলাদেশ সময়)। এ কমিটি পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।