
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২২, ৯:০২ এ.এম
সোনাগাজীতে তিন ফসলি কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজীতে তিন ফসলি কৃষি ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী। গত বুধবার বিকালে উপজেলার উপকূলীয় অঞ্চল পূর্ব বড়ধলী মৌজা ও দক্ষিণ চর চান্দিয়া মৌজায় '১০০ মেগাওয়াট গ্রীড টাইড সোলার পার্ক' প্রকল্প বাতিলের দাবিতে মানব বন্ধন শেষে ফেনী জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান করেছেন এলাকাবাসী।
দক্ষিণ চর চান্দিয়া গ্রামের আবুল হোসেন জানায়, সম্প্রতি '১০০মেগাওয়াট গ্রীড টাইড সোলার প্রকল্প' এ (এলএ কেইস নং ৭/২০১৫-১৬) অধিগ্রহনকৃত ৩৪১ একর ভূমিতে তাদের বশত বাড়ি ও তিন ফসলি কৃষি ভূমিসহ অধিগ্রহণ করা শুরু হয়েছে। এই এলাকার মানুষ যুগযুগ ধরে উপকূলীয় এ অঞ্চলটিতে প্রাকৃতিক বিরূপ পরিবেশ সত্বেও ঝড় তুফান, বন্যা জলোচ্ছ্বাস উপেক্ষা করে বসবাস করে আসছে।
বিগত বছরগুলোতে টর্নেডো, সুনামিসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে বহু স্বজনকে হারিয়েও সব দুঃখ কষ্ট ভূলে ভালোবেসে বসবাস করছে। কৃষি কাজ, মৎস্য আহরণ,পশুপালন ইত্যাদির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। সৎ উপায়ে আয় রোজগার করে খেটে খাওয়া মানুষ। অধিগ্রহন কৃত এলাকায় রয়েছে হাজার হাজার গরু মহিষের চারণ ভূমি। ইতিপূর্বে বসত বাড়ি ও তিন ফসলি কৃষি ভূমি বাদ দিয়েই অধিগ্রহণ করা হলেও বর্তমানে তারা বশত বাড়ি ও তিন ফসলি কৃষি ভূমি ঘেরাও করে পিলার বসিয়ে অধিগ্রহনের চেষ্ঠা করছে।
এলাকাবাসী জানায়, এ ভূমি অধিগ্রহণের ফলে নদী উপকূলীয় জনপদের কয়েক হাজার কৃষক,জেলে ও প্রাণিসম্পদের সাথে সম্পৃক্ত খামার মালিক, শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, কোন বশত বাড়ি ও ফসলি কৃষি ভূমি অধিগ্রহণ করা হবেনা।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান 'র মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন । সরেজমিনে যাচাই-বাছাই করে বশত বাড়ি ও তিন ফসলি কৃষি ভূমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানায় এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।