
সজীব হাসান, (বগুড়া) সংবাদদাতাঃ
বগুড়া র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লালমনিরহাট হতে ঢাকাগামী বাসে যাত্রীবেশে ০১ জন ব্যক্তি ফেন্সিডিল হেফাজতে রেখে বহন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২১ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ০৪.০০ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বি- ব্লকস্থ রুপালী ব্যাংক লিমিটেড, বগুড়া সেনানিবাস শাখা এর বিপরীত পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হারুন (৪৫), পিতা-মৃত মন্টু, সাং-জগন্নাথপুর বাঙ্গালীপাড়া, থানা ও জেলা-ঠাকুরগাঁও’কে মোট ১৪৯ বোতল ফেন্সিডিল, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে র্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহঃ পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।