
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির অশ্বদিয়া নিবাসী চ্যানেল টুয়েন্টিফোর চট্রগ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক ফখরুল মিলনের ভগ্নিপতি মাস্টার আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর ডায়াবেটিস ও ব্লাড প্রেসার বেড়ে যায় এবং অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। মৃত্যুকালে আবুল কাশেমের বয়স হয়েছিল ৬১ বছর। আজ সোমবার বেলা ১১টায় নিজ গ্রাম সেনবাগের অশ্বদিয়ায় জানাজা শেষে মরহুমের মরদেহ দাফন করা হয়। তিনি স্ত্রী, ৫ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০২১ সালে ভাষার মাসে আবুল কাশেম বেগমগঞ্জ মোরশেদ আলম উচ্চবিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে চাকরি জীবনের ইতি টানেন। ইতিপূর্বে পরিকোট উচ্চবিদ্যালয় ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়েও তিনি দায়িত্ব পালন করেন।