
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২২, ৭:৫৩ পি.এম
বশেমুরবিপ্রবিতে শেখ রাসেল হলের প্রভোস্টকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ শারমিন আক্তার,
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শেখ রাসেল হলের প্রভোষ্ট ও একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারি অধ্যাপক মো: ফায়েকুজ্জামান মিয়াকে লাঞ্চিত করার অভিযোগ করে এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২ টায় হল চত্বরের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা হল প্রভোস্ট ফায়েকুজ্জামান মিয়ার সাথে অশোভন আচরণের তীব্র নিন্দা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ রাসেল হল প্রভোস্ট এর সহযোগিতায় সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।
এছাড়া বক্তারা ফেসবুকে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ করেন। তবে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, এক বিভাগের ৪৫ জন শিক্ষার্থী হলে থাকা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া একই সিটে একাধিক ছাত্রকে এলটমেন্ট দেয়ার অভিযোগ তোলেন এ ছাত্রনেতা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।