
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২২, ৩:১৩ পি.এম
রুমায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ভিক্ষুকে হামলা প্রতিবাদে মানববন্ধন।

উশৈসিং মার্মা :রুমা উপজেলা ( প্রতিনিধি)
বান্দরবানে রুমা উপজেলায় কেন্দ্রীয় রুমা দেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ চাইন্দা মহাথের, পলিতং পাড়া বৌদ্ধ বিহারে বিহারধ্যক্ষ উঃ নাইন্দাসার মহাথের ও থানা পাড়া বৌদ্ধ বিহারে বিহারধ্যক্ষ উঃ তেচিন্দা মহাথের মহোদয় গনের উপর বড়ুয়া সম্প্রদায় কর্তৃক শারীরিক আঘাত ও লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গত ৭ এপ্রিল ২২ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টা দিকে রুমা দেব বৌদ্ধ বিহারে প্রাঙ্গনের বিভিন্ন পাড়ায় থেকে আগত বৌদ্ধ সম্প্রদায়ের উভয় নারী-পুরুষেরা অংশ নেন। রুমা উপজেলায় দুই বৌদ্ধ সম্প্রদায় একে অপরের জায়গায় সংক্রান্ত নিয়ে অনেক দিন থেকেই বিরোধ সৃষ্টি চলছে। এ ঘটনায় প্ররিপ্রেক্ষিতে রুমা উপজেলা প্রসাশন ও পুলিশ প্রশাসন কাছে মার্মা বৌদ্ধ সম্প্রদায় ও বড়ুয়া সম্প্রদায় আগামী রবিবার দিনে সুস্থ বিচার চাই বলে জানান মার্মা বৌদ্ধ সম্প্রদায়েরা। এতে রুমা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শতাধিক মানুষ একত্রিত হয়ে রুমা বাজারে একচকের ঘুরে হিন্দু মন্দির সামনে এসে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি হয়েছে।
মানববন্ধন চলাকালীন সঞ্চালনায় হিসেবে রুমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব ,শৈহ্লাচিং মার্মা বক্তব্য বললেন,রুমা বাসী দীর্ঘ দিন ধরে আমরা যে বৈচিত্র্য ১১ টি সম্প্রদায় এখানে বসবাস করছেন। আমরা শান্তিতে আছি তারপরও কিছু উচ্ছৃঙ্খল যুবকদের দ্বারা আমাদের রুমা বাজারে পরিচালনা কমিটির সভাপতি অজন বড়ুয়া নেত্রীত্বে বিহারে অধ্যক্ষকে বিনা উস্কানিতে মারধর প্রতিবাদে জরুরি প্রশাসনের কাছে বিচার দাবি ওগ্ৰেপ্তার করার জন্য তীব্র নিন্দা জানাই। এসময় বৌদ্ধ অগ্ৰবংশং অনাথাল বিহার ধ্যক্ষক সমাপনী বক্তব্য বললেন, এ ঘটনায় হামলাকারীদের জরুরি গ্রেফতার করা জন্য পুলিশ প্রসাশন কাছে দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পাড়া থেকে বিহারধ্যক্ষক সহ ব্যত্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।