আবদুল্লাহ আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে অবস্থিত ঐতিহাসিক ইসলামি নিদর্শন,ঐতিহ্যবাহী ইলিয়াস খাঁন শাহী জামে মসজিদসংরক্ষণ করে সড়ক সম্প্রসারনের দাবিতে এলাকাবাসী মানববন্ধন। কর্ণফুলীর তলদেশে টানেল ও চায়না ইকোনমিক জোন ঘিরে বদলে যাওয়া দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায়ও আসছে বড়পরিবর্তন। চট্টগ্রামের শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারা কালা বিবির দীঘি পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটারের একটিসংযোগ সড়কের কাজ চলছে।
গত শুক্রবার জুমার নামাজের পরে ইলিয়াস খাঁন শাহী জামে মসজিদ সমনে মসজিদ সংরক্ষণ করে সড়ক সম্প্রসারনের দাবিতেএলাকাবাসী মানববন্ধন অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সাজ্জাদ খান সুমন ,মসজিদের খতিব মাওলানা আবদুররহমান,মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সেক্রেটারী আবদুল জব্বার ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইয়াছিন, এহাবিবুর হক খান, নাজিম উদ্দীন খান,মাওলানা আব্দুল হালিম এনামুল হক খান,ইঞ্জি:মোশারফহোসেন খান,জসিম উদ্দীন দেলোয়ার হোসেন,সোহেল খান,মুহম্মদ জুয়েল,আবুল কালাম ,রোরহান প্রমূখ বক্তরা বলেন আমরা সড়কের উন্নয়ন চাই,দেশের উন্নয়নের সড়ক সম্প্রসারনের প্রয়োজন রয়েছে।
তবে সেই ক্ষেত্রে মুসলিম শিল্পনির্দশন প্রায় চারশত বছরের পুরাতন শাহী মসজিদ সংরক্ষন করে সড়কের উন্নয়নের দাবি জানানো হয়,এটি ঐতিহ্যবাহী মুসলিমনিদর্শন এটা সংরক্ষনে এলাকার জনগণের পাশাপশি সরকারের সহযোগীতার ও আন্তরিকতা দরকার তাই আমরা চাই মসজিদস্থাপনানা ঠিক রেখে সড়ক সম্প্রসারন করা হোক,এটি এই এলাকার গনমানুষের একমাত্র দাবি। মসজিদটি এই অঞ্চলেরসবচাইতে প্রাচীন মসজিদ ও ইসলামিক নিদর্শন। বক্তরা আরো বলেন:এই মসজিটি না ভেঙ্গে প্রত্নআইনে সংরক্ষন করুন। মসজিদের পশ্চিম পাশে প্রচুর জায়গা রয়েছে তার অধিগ্রহনের দাবি জানানো হয়
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]