সজীব হাসান,( বগুড়া) সংবাদদাতাঃ
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় শুক্রবার (৮ এপ্রিল) রাতে ইজিবাইক চুরি সিন্ডিকেটের দুই সদস্য কে আটক করেছে থানা পুলিশ। দুপচাঁচিয়া থানায় ইজিবাইক চালক ফেরদৌস আলীর দায়েরকৃত মামলার এজাহারসূত্রে জানা গেছে, বগুড়া জেলার কাহালু উপজেলার শেখাহার গ্রামের পূর্ব হাজীপাড়ার বাসিন্দা মৃত সোবহান আলী শেখের ছেলে ফেরদৌস আলী শেখ (৪৫) ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে। শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক দাঁড় করিয়ে তরমুজ কিনতে যায় সে। কিছুক্ষণ পরে ফিরে এসে ইজিবাইকটি আর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে ফেরদৌস আলী শেখ। এভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার বিকালে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারী ক্লিনিকের সামনে সাফিকুলের ভাংড়ির দোকানে চুরি হয়ে যাওয়া ইজিবাইকের খন্ডাংশ দেখতে পাওয়া যায়। সাফিকুল কে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করলে সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে গোপনে জানা যায়, চুরিকৃত ইজিবাইকের আরও খন্ডাংশ মোশারফের গ্যারেজে আছে। লোকজন সংগে নিয়ে ওই গ্যারেজে গেলে ১টি মোটর, ৩ চাকা এবং ৫টি ১২ ভোল্টের ব্যাটারীর সন্ধান মেলে।
চুরির সাথে আরও কতিপয় ব্যক্তি জড়িত থাকতে পারে বলেও উল্লেখ করা হয় ওই এজাহারে। পুলিশ বলছে, মোশারফের গ্যারেজে চুরিকৃত ইজিবাইকের খন্ডাংশের সন্ধান মিললে পুলিশ কে খবর দেয়া হয়। খবর পেয়ে ওই গ্যারেজে গিয়ে চুরিকৃত ইজিবাইকের খন্ডাংশ জব্দ করে পুলিশ। সেইসাথে শুক্রবার সন্ধ্যায় হাতেনাতে আটক করা হয় ইজিবাইক চুরি সিন্ডিকেটের সদস্য মোশারফ কে। আটক মোশারফ হোসেন (৫৫) দুপচাঁচিয়া পৌর এলাকার চকসুখানগাড়ীর মৃত দছির উদ্দিনের ছেলে। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে কথিত ভাংড়ি ব্যবসায়ী ইজিবাইক চুরি সিন্ডিকেটের অপর সদস্য সাফিকুল ইসলাম সাফিক (৩২) কে তার নিজ বাড়ী দুপচাঁচিয়া পৌর এলাকার ধোকরকোলা থেকে আটক করা হয়। আটককৃত সাফিক ওই এলাকার জোব্বার প্রামানিকের ছেলে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে শনিবার ( ৯ এপ্রিল) তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে। সেইসাথে চোর সিন্ডিকেটের অপর সদস্যদের আটক করার জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]