
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ২:৪২ পি.এম
পীরগঞ্জে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানে বিশেষ অভিযান পরিচালিত।

মোঃ পারভেজ হাসান পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি
পুলিশের ভয়ে নয়, নিজে সুরক্ষা এবং নিরাপদে পরিবারের নিকট ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহী হেলমেট পরিধান করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মোটরসাইকেল চালক এবং আরোহীদের ১০০% হেলমেট পরিধান নিশ্চিতকল্পে পুলিশের বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল মঙ্গলবার উক্ত বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, সেকেন্ড অফিসার এসআই মোঃ কামাল হোসেন, এসআই আশরাফুল ইসলাম, এসআই লুৎফর রহমান, এসআই সাধন এএসআই মর্তুজা সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যাদের হেলমেট আছে তাদের পুলিশের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়েছে। এই অভিযানের উদ্দেশ্য মোটরসাইকেল-আরোহী এবং চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করলে তারা বিভিন্ন দুর্ঘটনা ও মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এই অভিযান পীরগঞ্জ থানার সামনে ২ ঘন্টা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।