
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ৭:২৬ পি.এম
ধর্ম নিয়ে অবমাননা ফেসবুকে পোস্ট দেওয়ায় এক যুবক গ্রেপ্তার

শেখ সোহেল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে ও মহানবী হযরত মোহাম্মদ (স.) কে কটূক্তি ও অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারনে অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার(১১ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন থেকে ওই যুবককে আটক করা হয়েছে।
আটক যুবক তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘জেহাদি তোষনকারীতে, ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেওয়া বিষয়টি জানা জানি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী হিসেবে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় মুসল্লিরা সোমবার তারাবির নামাজের পূর্বে একটি মিছিল বের করেন। এক পর্যায়ে তার বসতবাড়ির উপর হামলা ও ভাঙচুর করেন।
খবর পেয়ে সাথে সাথে পুলিশ সুপার কেএম আরিফুল হক, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ও করা নজরদারি রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।