
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ৭:২৯ পি.এম
কিশোরগঞ্জের তাড়াইলে মাদক কারবারি আটক।

মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের তাড়াইলে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আনোয়ার(৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার মিঠামইন উপজেলার মালিউন্দ গ্রামের জজ মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১২ এপ্রিল) কিশোরগঞ্জ ডিবি পুলিশের অভিযানে তাকে তাড়াইলের মাগুরী ব্রিজে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।পরে তার বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়। কিশোরগঞ্জ ডিবি পুলিশ অফিসার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ভবিষ্যতে সব সময় মাদকের বিরুদ্ধে এসব অভিযান চলমান থাকবে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।