
টিটু মিলন শার্শা ঃ
বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা দিয়েছেন দুদেশের সংসদ সদস্যরা। সকাল সাড়ে দশটায় দুই দেশের সংসদ সদস্যসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। বনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে প্রতি বছর জাকজমক পূর্ণ ভাবে দু’বাংলার ভাষা প্রেমী মানুষের মিলনমেলা বসলেও মহামারী করোনার কারণে এবছর সীমিত আকারে দিবসটি পালন করা হয়েছে।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ (শার্শা) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ আজিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ রায়, সাবেক এমপি মমতা ঠাকুর, তৃণমূলের জেলা সভাপতি আলোরানী সরকারসহ আরো অনেকে।