
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২২, ৮:০২ পি.এম
পিরোজপুরে এতিমদের সঙ্গে ইফতার করলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

গাজী এনামুল হক (লিটন) স্টাফ রিপোর্টারঃ
হাজারো এতিম, দুঃস্থ ও হেফজ খানার শিশুদের সঙ্গে ইফতার করলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আল-গাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে নদমূলা শিয়ালকাঠি ও ইকড়ি ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষকে নিয়ে এ ইফতারে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
এসময় এতিম ও দুঃস্থ শিশুরা ছাড়াও ইফতারে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।