
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২২, ৩:০৯ পি.এম
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন, – এর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান |

আতিকুল ইসলাম (ময়মনসিংহ )
পহেলা বৈশাখ-১৪২৯ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, ময়মনসিংহ- এর আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯ ঘটিকায় মযমনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে বৈশাখী মঞ্চে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার),অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, জনাব মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা)পুলিশ সুপার, ময়মনসিংহ,জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।