আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
বাংলাদেশের বে-সরকারী টেলিভিশন একুশে টেলিভিশনের ২৩ তম বর্ষপূর্তি পালিত হয়েছে ভোলায় । বর্ষপুর্তি উপলক্ষে ভোলা প্রেস ক্লাব মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম), উপজেলা নিবাহী অফিসার তৌহিদুর রহমান, ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, ভোলার প্রবীন সাংবাদিক মোঃ আবু তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা জেলা জাতীয় পাটির (বিজেপি) সাধারন সম্পাদক মোতাছিন বিল্লাহ, ভোলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন, সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, ভোলা নিউজ এর সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম,
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা দর্পণের সম্পাদক মোতাছিন বিল্লাহ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সিদ্দিকুল্লা, বিটিভির জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান, বাসসের জেলা প্রতিনিধি হাসনাইন আহমেদ মুন্না, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহান শ্যামলী, সুরের ধারার পরিচালক উত্তম কুমার ঘোসসহ প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, ২০০০ সালের পহেলা বৈশাখে যাত্রা শুরু হওয়া একুশে টিভি দেশের প্রথম সারির বেসরকারী টেলিভিশন। সম্প্রচারে এসেই সংবাদ প্রচারে নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে একুশে টিভি। অদ্যবধি একুশে টিভি বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে দেশীয় সংস্কৃতি, আপোষহীন সংবাদ, নাটকসহ সমৃদ্ধশালী বিনোদন। আর এসবের কারণে খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছে একুশে টেলিভিশন। পরিণত হয় গণমানুষের প্ল্যাটফরমে।
আলোচনা শেষে ভোলা প্রেস ক্লাব থেকে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন করে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।