
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২২, ৮:৪৬ পি.এম
বাঙালহালিয়ায় নব বর্ষের উৎসব পালন উপলক্ষে আর্থিক অনুদান সহায়তা করলেন সেনাবাহিনী

রাজস্থলী রাঙামাটি
রাঙামাটির রাজস্থলীর বাঙালহালিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন অটল ৫৬ এর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল, পি এস সি এর নির্দেশনায় বাঙালহালিয়া আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় কাকড়াছড়ি বিহার অধক্ষ্যের নিকট উৎসব পালনের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ১৪ এপ্রিল দুপুর ৪ টায় কাপ্তাই জোনের অধীন বাঙালহালিয়া সাব জোন কমান্ডার লেফট্যানেন্ট সায়েম উপস্থিত থেকে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন করেন। এইসময় তিনি বলেন ,পার্বত্যঞ্চলে শান্তি শৃংখলা রক্ষায় 'অপারেশন উত্তরণ' অধীনে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলছেন।এবং অত্র অঞ্চলের অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষভাবে অবদান রেখে চলছেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে অটল ৫৬ বেঙ্গলের বাঙালহালিয়া সাবজোন -অধিনায়ক লেফটেন্যান্ট সায়েম, সিনিয়র ওয়ারেন্ড অফিসার মাসুদুল ইসলাম, সাংবাদিক আইযুব চৌধুরী ও হারাধন কর্মকার সহ এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান,কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঙালহালিয়া সাব জোন অধিনায়ক লেঃ সায়েম উৎসব পালনের সহায়তা প্রদান করছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।