আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি
আজ থেকে ৭০ বছর আগে মাতৃভাষা আন্দোলনে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাঙালি জাতির সূর্যসন্তানরা। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার অঙ্গীকারে জীবন উৎসর্গ করেছিলেন এ দেশের দামাল ছেলেরা। বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের পথ ধরে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাহান্নর ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন উপজেলার অন্যতম সামাজিক ও অরাজনৈতিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন ।
সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকালে উপজেলার শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোর্শেদ মান্নান, মোঃ জাবেদ, সহ- অর্থ- সম্পাদক মোহাম্মদ শফি আলম, দপ্তর সম্পাদক মুহাম্মদ জাকারিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল ফয়েজ, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক নূরুল আজিম আরিফ, সদস্য নোমান, ইমন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]