
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২২, ১:৩৭ পি.এম
ভালুকায় শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিল

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছেন ময়মনসিংহের ভালুকা পৌর শ্রমিকদল। ১৫ই এপ্রিল শুক্রবার ভালুকা বাসস্ট্যান সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে ভালুকা পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগের সভাপতিত্বে ও পৌর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শেলিম মাহমুদ কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহামেদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন সরকার, সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব হাতেম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ঢালী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, এছাড়াও উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।