
একুশে ফেব্রুয়ারী
স্বীকৃতি বিশ্বাস
বছর ঘুরে আসো ফিরে
সারা বছরের কষ্ট নিয়ে।
সবাই তখন মাতোয়ারা
তোমার হৃদয় জয় করাতে।
খালি পায়ে মৌনমনে
কষ্ট করে রাত বারটায়
তোমার গানে সুর মিলাতে।
রাজপথে সব স্লোগান দিতে।
পলাশ,শিমুল,গাঁদাসহ
দেশ-বিদেশী নানা ফুলে
তোমার বুকে রাঙিয়ে দিতে।
তোমায় নিয়ে এতো যাদের
ভিন্ন রকম তাল বাহানা
আজও কেন হয় না জানা
বাড়ি,অফিস,কোর্টে জারি
সবখানেতে তোমার জারি!