
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা॥
কাউখালী উপজেলার জোলাগাতী নিবাসী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ বারেক হাওলাদার (৭৩) সোমবার রাতে পিরোজপুরস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি………… রাজেউন)।
মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।