
মো: সোহেল আহমেদ দেলদুয়ার, (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে করোনা ভ্যাক্সিনের গনটিকা প্রদানের ১ম ডোজ কর্মসূচি পালন করা হচ্ছে সারাদেশের মতো দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়ন যথাক্রমে দেওলী,ফাাজিলহাটী, পাথরাইল, এলাসিন, লাউহাটী, আটিয়া, ডুবাইল ও দেলদুয়ার সদরের প্রায় ৭২টি ওয়ার্ড কমিউনিটি ক্লিনিকে এই টিকা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রম আগামী ২৬ শে ফ্রেবুয়ারী পর্যন্ত
চলমান থাকবে।
ইতিমধ্যে যারা এখনও করোনা টিকা নিতে পারে নাই তারা জাতীয় পরিচয় পএের ফটোকপি, এবং যাদের জাতীয় পরিচয় পএ নেই তারা জন্ম- নিবন্ধনের ফটোকট স্ব-স্ব টিকা দান কেন্দ্র নিয়ে আসলেই রেজিষ্ট্রেশন ছাড়া টিকা গ্রহন করতে পারবে। তবে টিকা গ্রহন কারীকে ২/১ দিনের মধ্য রেজিষ্ট্রেশন করে কমিউনিটি ক্লিনিক গুলো তে দিতে হবে,২য় ডোজ টিকা নেওয়ার আগে রেজিষ্ট্রেশন কপি নিয়ে আসতে হবে। অন্যথায় সে ২য় ডোজ টিকা গ্রহন করতে পারবে না।ফাাজিলহাটীর ১নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকে টিকা প্রদান কারী মো: আমিনুর ইসলাম এই কথা বলেন টিকা কেন্দ্র পরিদর্শনের সময়।