
শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার::
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সজীব ওয়াজেদ জয় পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে উক্ত পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন শাখা সংগঠনের সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন অপু, সহ-সভাপতি ও সাপ্তাহিক শ্রীমঙ্গল সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এস এম আরিফুল ইসলাম সহ সংগঠনের সদস্য আরিফ হোসেন, পারভেজ আহমেদ, মো.আব্দুল্লাহ আল যোবায়ের, অনিরুদ্ধ দাশ স্বপ্ন, ইউসুফ আলী, আব্দুর রহমান শান্ত, আতিকুর রহমান, জুনাইদ ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।