
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২২, ৪:২৫ পি.এম
ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার

মোঃ অপু খান চৌধুরী।।
মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের আইন বিষয়ক সম্পাদক কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেন। শনিবার সকালে ব্রাহ্মণপাড়ায় তার নিজস্ব বাসভবনে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে উপজেলার আটটি ইউনিয়নের পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় নারী পুরুষের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, তৈল, কিসমিস, বাদাম, সেমাই এবং দুধ। এছাড়া তিনি দুই শতাধিক ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোহরাব খান চৌধুরীর বড় ভাই একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সহধর্মীনি কানিজ ফাতেমা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনির হোসেন চৌধুরী, আনিসুর রহমান ভূইয়া রিপন, ওমর ফারুক এবং আব্দুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, কাউছার আহাম্মদ, আব্দুল হান্নান, শিরিন আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।