
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২২, ৯:৪৮ পি.এম
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীর স্তন কেটে নিল দূর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধিঃ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া মাধবপুরে এক যুবতীকে ছুরিকাঘাত করে বুকের স্তন কাটাসহ হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বখাটে দুই যুবকের বিরুদ্ধে। গত ১৭ এপ্রিল রোববার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পুর্ব মহল্লায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত স্বপ্না (১৯) ওই গ্রামের দিন মজুর বিল্লাল মিয়ার মেয়ে।
জানা যায়, মানিকপুর গ্রামের মারুফ মিয়ার বখাটে ছেলে সুমন (২২) প্রায় সময়ই স্বপ্নাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু স্বপ্না প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে। ১৭ এপ্রিল রোববার রাতে পাশ্ববর্তী ঘরে থাকা স্বপ্নার ফুফু হামীদা প্রতিদিনের মত সেহরী খাওয়ার জন্য স্বপ্নাকে ডেকে দেয়। এসময় স্বপ্না ঘুম থেকে উঠে টিউবওয়েলে মুখ ধুতে গেলে আগে থেকেই উৎপেতে থাকা সুমন ও তার বন্ধু নাইম স্বপ্নাকে মুখে চেপে ধরে। ধারালো চুরি দিয়ে স্বপ্নার দুই স্তনসহ শরীলের বিভিন্ন স্থানে আঘাত করে। বাম হাতের কব্জি কাটার চেষ্টা করলে স্বপ্নার আত্মচিৎকারে স্বপ্নার বাবা ও আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে সুমন ও নাইম পালিয়ে যায়।
এসময় স্বপ্নাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানীতে পাঠায়। বর্তমানে স্বপ্না নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ঘটনায় ২৩ এপ্রিল মাধবপুর থানায় স্বপ্নার বাবা দুই বখাটে যুবককে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অনেক আগেই এ ঘটনা ঘটে কিন্তু আজ সকালে আমরা অভিযোগ পেয়েছি। অভিযান চালিয়ে দ্রুত আসামি দের আইনের আওতায় নিয়ে আসব। তবে সাথে সাথে অভিযোগ করলে আসামি দের ধরা সহজ হত।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।