
ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন-মনপুরায় মেঘনার ভাঙ্গনরোধ প্রকল্প ১ হাজার ৯২ কোটি ৭০ লক্ষ টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) একনেক বৈঠকে চরফ্যাশন ও মনপুরায় নদী ভাঙ্গন রোধে গৃহীত প্রকল্পটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২ কোটি ৭০ লক্ষ টাকা। যার মধ্যে মনপুরায় ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ টাকা ও চরফ্যাশন উপজেলায় ৭৭ কোটি টাকা।
একনেক সভায় নদীভাঙ্গন রোধ প্রকল্পটি পাস হওয়ার খবরে মনপুরা ও চরফ্যাশন উপজেলায় ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নদী ভাঙ্গন রোধ প্রকল্প পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রতি কৃতজ্ঞা জানিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। স্থানীয়রা জানান, মেঘনার অব্যাহত ভাঙ্গনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে মনপুরা ও চরফ্যাশনের বিস্তীর্ণ জনপথ। এতে ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হচ্ছে হাজার হাজার পরিবার। প্রতিনিয়ত জোয়ারের পানিতে ভাসে নদী পাড়ের বাসিন্দারা।
প্রকল্পটি বাস্তবায়ন হলে তাদের ঘর-বাড়ি, কৃষি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদরাসা, সড়ক ও বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান রক্ষা পাবে। এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়লান আবদীন আখন ও মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী বলেন, নদী ভাঙ্গন প্রকল্পটি দুই উপজেলা মানুষের প্রাণের দাবী। প্রকল্পটি অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে সাধারন মানুষ কৃতজ্ঞ।