
মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
চাঁদপুর জেলা– প্রতিনিধি
আজ সেই অমর একুশে, মহান ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বিশ্বের মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এদেশের মানুষ প্রথম ঐক্যবদ্ধ হয়েছিলো ১৯৫২ সালে।
এ ঐক্যের ভিত্তিমূল ছিল অধিকার রক্ষা। বাঙালি বুকের রক্ত সৃষ্টি করেছে অমর একুশে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আত্ম্যেৎসর্গের নজির সৃষ্টি করে বাংলাদেশের মানুষ। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে নিহত হন সালাম, জব্বার, রফিক, বরকত, শফিউরসহ বীর সন্তানেরা। এই অমর বীরগাথা আজ কেবল এই, ভূখণ্ডের সীমানায় আবদ্ধ নেই, বাঙালির আত্মত্যাগ স্মরণে একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদার অভিষিক্ত। এ গৌরব বাঙালির, বাংলাদেশের।
আজ সেই অমর একুশে ফেব্রুয়ারি। আজকের প্রথম প্রহরেই ফরিদগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ফরিদগঞ্জ মাননীয় এমপি মহোদয় সাংবাদিক শফিকুর রহমান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান তারপর একে একে শহীদ মিনারের বেদিতে ফুল অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা ও পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন লক্ষ লক্ষ জনতা। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও উপজেলার পাড়া-মহল্লা, স্কুল-কলেজের প্রতিটি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের ছাত্র-জনতা। বিভিন্ন পেশা জীবীরা প্রথম প্রহরে ফুল দিতে আসে শহীদ মিনার প্রঙ্গণে। আজ সারাদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে অমর একুশে ফেব্রুয়ারি।