
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে কাউন্সিলরকে হত্যার পর এবার অপর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পুত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বিত্তরা। এসময় জিহাদ ওরফে গুড্ডু (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সে পৌর এলাকার সাহেদ নগর ব্যাপারীপাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার বাজার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাশেদুল ইসলাম সৌরভ সিরাজগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর তাহমিনা খাতুন মিনা ও শহীদগঞ্জ মহল্লার ইউসুফ আলীর ছেলে।
সৌরভ স্থানীয় শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশেদুল ইসলাম সৌরভ বাজার স্টেশন এলাকা দিয়ে উপজেলা অফিসে যাওয়ার পথে জিহাদ ওরফে গুড্ডুসহ কয়েক যুবক তার ওপর হামলা করে। একপর্যায়ে সৌরভের পেটে ছুরিকাঘাত করে পালাতে গেলে স্থানীয়রা জিহাদ নামে ওই যুবককে আটক করে।
আহত সৌরভকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ৪/৫ দিন আগে সাহেদনগর ব্যাপারী মহল্লার তিন/চারজন যুবকের সঙ্গে শহীদগঞ্জ মহল্লার কয়েকজন যুবকের কথা কাটাকাটি এবং মারামারি হয়। এরই জেরে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।