
শাকিল আহম্মেদ, সরিষাবাড়ী, ( জামালপুর ) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন কারিদের মাঝে নিবন্ধন সনদের পাশাপাশি একটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মানিক এর সভাপতিত্বে সনদ বিতরণকালে সাথে এ উপহার তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ দিলরুবা আহমেদ, উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার বিভাগ, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত। পরিষদের সকল ইউপি সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।