
নাটোরের সিংড়ায় পরকীয়া প্রেমের টানে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তালাক পাপ্ত মেয়েকে নিয়ে পালিয়ে যাবার পথে বিনগ্রাম বাজারে জনগণের হাতে আটক প্রেমিক প্রেমিকা। আটককৃতরা হলেন : তালাক পাপ্ত মেয়েটি উপজেলার ইটালী ইউনিয়ন সোনাপাতিল গ্রামের মোঃ রইচ উদ্দিন এর মেয়ে সাথী আক্রার ও ৪ নং কলম ইউনিয়নের কলম (মির্জাপুর) গ্রামের আকরাম হোসেন এর ছেলে সোওকত হোসেন।
সোওকত হোসেন বলেন, আমি সোনাপাতিল গ্রামে কাজ করতে এসে তাহার প্রেমে জড়িয়ে যাই, আমাকে সাথী মোবাইল ফোনে বিনগ্রাম বাজারে আসতে বলে,বিনগ্রাম বাজারে এসে আমরা উভয়ে বিয়ের প্রস্তুতি নিয়ে যাবার পথে সাথীর দুলাভাই রফিকুল ইসলাম পিতা মৃত সিরাজ আলী আমাদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে লোকজন কে ডেকে আমাদের আটক করে। স্থানীয় সুত্রে জানা যায়, মেয়েটির দুলাভাই রফিকুল ইসলামের বাড়ি ইটালী ইউনিয়ন খোলাবাড়িয়া গ্রামে।
এবিষয় জানাজানি হওয়ার পরে মেয়ে ও ছেলে উভয় বিয়ে করতে ইচ্ছুক বলে জানা যায়, কিন্ত মেয়েটির আত্তিয় ছতর গ্রামের মোঃ নজু প্রামাণিক পিতা মহির প্রামাণিক মেয়েটিকে সকালে তাদের বিয়ে দিবে বলে মেয়েটিকে বিনগ্রাম বাজার থেকে তাহার দুলাভাই রফিকুল ইসলাম এর বাড়িতে নিয়ে যায়। পরে ছেলের অভিভাবক খবর টি শুনে ঘটনাস্থলে আসে। সিংড়া থানা পুলিশ ঘটনাটি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।