
মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে প্রভা (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। প্রভা অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাবার নাম খলিলুর রহমান।
তার চাচা আলীম মোল্লা বলেন, প্রভার মা টাঙ্গাইল শিক্ষকদের প্রশিক্ষণে ছিলেন। প্রভা ঘরে একাই ছিল। তার কোনো সারাশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, প্রভার মৃত্যুর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে, প্রকৃত ঘটনা জানার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।