
রুবেল হোসাইন সংগ্রাম-
মিঠাপুকুর উপজেলার মোলংহাট সংলগ্ন নয়াপাড়ায় ১ কেজি শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর জেলা ডিবি পুলিশ। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার, রাত আনুমানিক ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা ব্যবসায়ি মোঃ মোকলেসার রহমান (৫২) এবং জামিল আক্তার (৩২) কে আটক করে ডিবি,রংপুর।
রংপুর জেলা ডিবি পুলিশ জানায়, মিঠাপুকুর উপজেলার শালিকা দহ-গ্রামের মৃত-ছফির উদ্দিনের পুত্র গাঁজা ব্যবসায়ী মোকলেছার রহমান এবং পরশুরাম থানার-বুড়িরহাট কবারু থেকে মৃত-মুসলিম উদ্দিনের পুত্র, জামিল আক্তার মোলংহাট সংলগ্ন বলদীপুকুরগামী পাকা রাস্তায় ৩০০ গজ পশ্চিমে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি শুকনো গাঁজা ও দুটি পূরাতন বাটন ফোন জব্দ করা হয়।
রংপুর জেলা ডিবি পুলিশের এসআই, আবু হোসেন জানান, ইন্সপেক্টর (ডিবি) আতাউর রহমানের নেতৃত্বে এসআই রেজাউল,এএসআই ধনেশ্বর অভিযান পরিচালনা করেন।আটককৃতদের গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।
এসআই আবু হোসেন জানান, আটককৃতদের নামে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। উভয়ে পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে গাঁজা খুচরা ও পাইকারি ব্যবসা চালিয়ে আসছিল। তাদের আজ ২৩ ফেব্রুয়ারি বুধবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।