
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২২, ৯:২৮ পি.এম
কৃষিবিদ ড. সামীউল আলম লিটন আর নেই

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামীউল আলম লিটন (৫৩) আর নেই। তিনি শনিবার বিকাল ৫.২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ড. লিটন গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামের মরহুম হাজী সুলাইমানের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে তাঁর ছোট ভাই মোশাররফ হোসেন জুয়েলের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে উত্তেজিত হয়ে গেলে তিনি স্ট্রোক করেন। এসময় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
জানা যায়, কৃষিবিদ ড. সামীউল আলম লিটন ময়মনসিংহ-৩, গৌরীপুর আসন থেকে এমপি প্রার্থী ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি গৌরীপুরে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ প্রচার প্রচারণা করে আসছিলেন। গৌরীপুরে সকল স্তরেই তিনি জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুতে গৌরীপুরে শোকের ছায়া নেমে আসে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।