
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২২, ৭:৩৮ পি.এম
পাথরঘাটায় পুকুর থেকে ছেলের মরদেহ উদ্ধার

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি: তাওহিদুল ইসলাম
বরগুনার পাথরঘাটায় পানিতে ভাসমান অবস্থায় ১৯ মাসের শিশু সানাউল্লাহ মরদেহ উদ্ধার করেছে মা সারমিন বেগম। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বসত বাড়ির পুকুর থেকে সানাউল্লাহ নিথর দেহ উদ্ধার করা হয়। সানাউল্লাহ পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বেলাল মুন্সীর ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সানাউল্লাহকে বাড়ির উঠানে খেলতে দেখে রান্না করতে যায় সারমিন বেগম। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে ফিরে এসে উঠানে সানাউল্লাহকে না দেখতে পেয়ে পুকুর ঘাটে খুঁজতে গেলে সানাউল্লাহকে পুকুরে ভাসতে দেখলে সেখান থেকে উদ্ধার করে। পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।