ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বাউল শিল্পী মনিমালা সরকারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতার দাবীতে ৮ মে রোববার সকাল ১১ টায় ভালুকা উপজেলা পরিষদের সামনে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ভালুকা উপজেলা শিল্পী ও বাউল শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মানব বন্ধন কর্মসূচীতে মনিমালার উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, প্রবীন বাউল শিল্পী ও কেন্দ্রীয় বাউল সমিতির ভাইস চেয়ারম্যান সুনীল কর্মকার, উপজেলা বাউল শিল্পী কল্যাণ সমিতির সভাপতি হাজী আব্দুর রহমান, বাংলাদেশ বেতারের কন্ঠশিল্পী আলী আহসান কবির, কন্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিক ও বিজয় কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার নন্দী মানিক, আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রবীর ভৌমিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, উসমান গনী তুহিন, আসাদুজ্জামান জামাল, সুজন খান, আশিকুর রহমান শ্রাবন, নূহু মিয়া, নাজমুল রাহি নাজিম প্রমুখ।
উল্লেখ্য, ভালুকার বাঁশিল গ্রামের খ্যাতিমান বাউল শিল্পী মনিমালা সরকারের নিজ বাড়ীতে গত ৫ মে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে আশিক আমিন খান সশস্ত্র হামলা চালিয়ে মনিমালার মাথা মুখ মন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মনিমালার স্বামী নূহু মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা(নম্বর-০৬/২২ইং) দায়ের করেন। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, বাউল শিল্পির উপর হামলার ঘটনায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]