
রিয়াজ আহমেদ হান্নান, স্টাফ রিপোর্টারঃ
সরকার কর্তৃক মদের উম্মুক্ত লাইসেন্স দেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে ইসলাম বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে সিরাজগঞ্জ শহর জামায়াতের উদ্যোগে শহরের এস বি ফজলুল হোক রোডে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে শহর জামায়াতের সহকারী সেক্রটারি অধ্যাপক জুবায়ের হোসেন, কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আবু তালেব, আশরাফুল আলম বাবুল, শহর শিবির সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারি ইমরান হোসেন সহ আরো অনেকে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, রাতের ভোটের সরকার কথিত মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করলেও এখন মদের লাইসেন্স দিয়ে দেশের বৃহত্তর জনগোষ্ঠী আবেগ-অনুভূতি, বোধ-বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত হেনেছে তা তৌহিদী জনতা কোন ভাবেই মানে না। তিনি আরো বলেন ইতিহাস সাক্ষী ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শাসকগোষ্ঠীর শেষ রক্ষা হয়নি। তিনি সরকারকে অবিলম্বে গণবিরোধী মাদক আইন প্রত্যাহারের আহবান জানান। অন্যথায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে জনগণের ম্যান্ডেটহীন সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিতে হবে।