
হেলাল উদ্দিন ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
গুণীজনে কদর করি- সম্মানিত জীবন গড়ি” স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ, বিশ্বাসী রেফারি ও সাংস্কৃতিবান মরহুম সিরাজুল ইসলাম প্রামাণিক এর অকাল মৃত্যুতে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত নাগরিক শোক সভার শুরুতে মরহুম সিরাজুল ইসলাম প্রামাণিক স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক আবদুল আজিজ মজনু, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাদল, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু প্রমূখ।
শোক সভায় উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীজন ও মরহুম সিরাজুল ইসলাম প্রামাণিকের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তব্য কালে বক্তাগন উপজেলার ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে মরহুম সিরাজুল ইসলাম প্রামাণিকের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।