
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২২, ১১:৫৭ পি.এম
মাদারীপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান। আজ মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম তার হাতে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন। ডাসার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার,গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা নিষ্পত্তি করা সহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসাবে কর্মদক্ষতা যাচাই করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, জেলার পাঁচটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি ডাসারের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।