
রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে কোভিড-১৯ গণটিকা সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বাঁচামারা জিয়নপুর ইউনিয়নের আমতলি, রড়টিয়া, বন্যাভাঙ্গা, বেহাইপাইক্যাল, সমদপুর, খাসপাইক্যাল, লাউতরা, বাঁচামারা চর এলাকায় এ সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন সহ জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন জানান, করোনা সংক্রমন রোধে সাধারণ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যে প্রথম বারের মত ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে গণটিকাদান শুরু হয়েছে। গণ যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব, মোঃ জসিম উদ্দিন ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ মহোদয় এর নির্দেশনায় জনসচেতনতা বাড়াতে গ্রামে, গ্রামে বিশেষ করে দূর্গম নদী বেষ্ঠিত চরাঞ্চলে সড়ক প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে।করোনা সংক্রমন রোধে ও সাধারণ মানুষকে টিকাদানের আওতায় আনতে জেলা তথ্য অফিস মানিকগঞ্জ এর সড়ক প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।