
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২২, ৭:৫০ পি.এম
অ্যান্ড্রু সাইমন্ডস সড়কপথে নিহত : সেভ দ্য রোড-এর শোক

প্রেস বিজ্ঞপ্তি
অ্যান্ড্রু সাইমন্ডস সড়কপথে নিহত : সেভ দ্য রোড-এর শোক
বিশ্বের জনপ্রিয় ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস সড়কপথ দুর্ঘটনায় নিহত হওয়ায় শোক প্রকাশ করেছে সেভ দ্য রোড। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আনজুমান আরা শিল্পী, জিয়াউর রহমান জিয়া প্রমুখ ১৫ মে প্রেরিত এক শোক বিজ্ঞপ্তিতে বলেন, নির্মম পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচতে বিশ্বব্যাপী সচেনতা তৈরির কোন বিকল্প নেই। যদি চালক-যাত্রী সবাই সক্রিয় না হাতে পারে, অ্যান্ড্রু সাইমন্ডসের মত অগণিত মেধাবী-খ্যাতিমান-গুণি মানুষকে হারাতে হবে। যা আমাদের কারোই কাম্য নয়।
নেতৃবৃন্দ দ্রুত এই নির্মম সড়কপথ দুর্ঘটনার তদন্ত করে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সেভ দ্য রোড নেতৃবৃন্দ।
নিবেদনে
( শান্তা ফারজানা )
মহাসচিব ও মুখপাত্র, সেভ দ্য রোড
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।