
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২২, ৮:১৬ পি.এম
কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ডিআইজি জিহাদুল কবিরকে সংবর্ধনা

শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি
সদ্য পদোন্নিত প্রাপ্ত পুলিশের ডিআইজি জিহাদুল কবীরকে সংবর্ধনা দেওয়া হয় কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে।
রোববার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুশফিকুল ইসলাম রিতু, প্রধান শিক্ষক আসাদুল কবীরসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বলেন যে, এই কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন ডিআইজি জিহাদুল কবির।
তিনি এই সদ্য পুলিশের ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে ছুটিতে বাড়িতে আসেন। তাকে সন্মানিত করতে পেরে স্কুল কর্তৃপক্ষ গর্বিত। আগামীতে তিনি আরো উচ্চ পদে পদোন্নতি পেয়ে দেশের সেবা করবেন এমনটাই আমাদের প্রত্যাশা।
ডিআইজি জিহাদুল কবীর বক্তব্য বলেন যে, চাকরী জীবনে বিভিন্ন জায়গার অনেক অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সে সব অনুষ্ঠানে যে ফুল দিয়ে আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে তারচেয়ে নিজ বিদ্যালয়ের দেওয়া ফুল আমার কাছে অনেক শ্রেষ্ঠ মনে হচ্ছে। এসময় তিনি তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন।
প্রসঙ্গত বুধবার (১১ মে)উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জিহাদুল কবির সর্বশেষ অ্যাডিশনাল ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে কর্মরত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।