প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ধর্ষণ মামলার আসামী অমিত ও সোহান’কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র্যাব জঙ্গী, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি প্রতারণা ও ধর্ষণের মত ঘৃন্য অপরাধ দমন করে ভুক্তভোগী নিরীহ জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠেছে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মে ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ০৭:৪৫ ঘটিকা হতে ০৮:৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ও রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০২ স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ০২ ধর্ষণকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষকদের নাম ১। মোঃ রাজু আহম্মদ @ অমিত (১৯) ও ২। নিয়াজ আহাম্মদ @ সোহান (১৯)’কে বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ধর্ষণ মামলা রজু করেছে।
মাহফুজুর রহমান, বিপিএম (বার)
ডিআইজি অধিনায়ক (পরিচালক)
র্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়ন-১০
ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা।
তারিখ ১৫/০৫/২০২২ খ্রিঃ
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]