
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২২, ৬:৪৭ পি.এম
সিরাজগঞ্জের কামারখন্দে ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে বগুড়া র্যাবের অভিযানে ১৯৪ বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ মে) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিরাজগঞ্জের কামারখন্দ থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫মে ০৬ ঘটিকায় কামারখন্দ থানাধীন ঝাঐল ইউনিয়নস্থ চালা সাবাজপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা-মোঃ করিম সরকার এর বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,১। মোঃ রাজু আহম্মেদ (২৬), পিতা-মোঃ করিম সরকার, সাং-চালা, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা-মোঃ আবু তাহের, সাং-জাহানাবাদ, থানা ও জেলা-বগুড়া।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় সোপর্দ করা হয়েছে।
যেহেতু র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সেহেতু র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।