
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২২, ৮:৩১ পি.এম
নেত্রকোণায় বিএনপির বিক্ষুভ মিছিলের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা বিএনপির বিক্ষুভ মিছিলের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধায় পৌর আওয়ামী লীগের উদ্যাগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান,
সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, উপজেলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান, জেলার আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃসকলীগ, মৎস্যজীবীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।