নিজস্ব প্রতিবেদক
সোমবার (১৬ মে) বিকাল ৩ টার দিকে দাউদকান্দি উপজেলা পরিষদ ডাকবাংলোর সামনে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোক্তার হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করেছে। এই ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি। পাশাপাশি হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]